উম্মতে মুসলিমার দুর্ভোগ্য ও নির্যাতিত সময়ে ইমাম মাহদী একজন বিজয়ের আলো হিসেবে আর্বিভাব হবেন। ঘুনে ধরা মুসলিম জাহান আজ বিভিন্ন মতভেদে বিভক্ত। শুধু কুফার দল নয় মুনাফিকরা মুসলমানদের শিরায় শিরায় ক্ষতি করে চলছে। আবর দেশ মুনাফিক শাসক দিয়ে ভড়ে গেছে। মুসলিম উম্মাহর এই মূহুত্ত্ব গুলো দেখে একজন মুমিন প্রতিনিয়ত নিরাশ হবেন এবং বারবার আল্লাহর সাহায্য ও ইমাম মাহদীকে সম্পর্কে বলতে থাকবেন।” হে ইমাম আপনি কবে আসবেন কবে এসে নির্যাতিতা মা,বোন পুরো মুসলিম উম্মাহ কে রক্ষা করা নৈতৃত্ব দিবেন।” ছড়িয়ে ছিটিয়ে তাসবীহর দানার মত মুসলিম জাহান কে কবে এক সুতোই গাঁথবেন। ইমাম আগমণের হাদিস গুলো এখন বর্তমানে মুমিনদের আশার আলো জোগাচ্ছে।
মাহদী সংক্রান্ত হাদিস ইমাম মাহদীর ব্যাপারে বর্ণিত হাদিসগুলাে দু-ভাগে বিভক্তঃ
• যে সকল হাদিসে সরাসরি মাহদীর বর্ণনা এসেছে
• যে সকল হাদিসে শুধু তাঁর গুণাবলী বর্ণিত হয়েছে
মাহদীর ব্যাপারে প্রায় অর্ধশত হাদিস বর্ণিত হয়েছে। কিছু সহীহ, কিছু হাছান আর কিছু জয়ীফ। প্রায় আঠারটির মত আছার (সাহাবিদের বাণী) বর্ণিত হয়েছে।
প্রখ্যাত হাদিস বিশারদ ছাফারিনী, সিদ্দীক হাসান খান এবং হাফেয আবেরী- মাহদী সংক্রান্ত হাদিসগুলােকে পৌনঃপুনিকতার (১৪) স্তরে উন্নীত করেছেন। |
১) আবু সাঈদ রা. থেকে বর্ণিত, নবী করীম সা. বলেন- “আমার শেষ উম্মতের মাঝে মাহদী প্রকাশ পাবে। আল্লাহ তাদের উপর কল্যাণের বারিধারা বর্ষণ করবেন। ভূ-পৃষ্ঠ গচ্ছিত সকল খনিজ সম্পদ উন্মােচন করে দেবে। ধন সম্পদের সুসম বণ্টন নিশ্চিত করবে। গবাদিপশু বৃদ্ধি পাবে। মুসলমানদের হারানাে মর্যাদা ফিরে আসবে। সাত বা আট বছর তাঁর রাজত্ব হবে।” (মুস্তাদরাকে হাকিম)
২) আবু সাঈদ রা. থেকে বর্ণিত, নবী করীম সা. বলেন- “আমি তােমাদেরকে মাহদীর সুসংবাদ দিচ্ছি। ভূ-কম্পন ও মানুষের বিভেদ-কালে তার আগমন ঘটবে। ন্যায়-নিষ্ঠায় পৃথিবী ভরে দেবে, ঠিক যেমন অন্যায়-অবিচারে ভরে গিয়েছিল। আসমান-জমিনের অধিবাসীগণ তার প্রতি সন্তুষ্ট থাকবে। ধন সম্পদের সুসম বণ্টন নিশ্চিত করবে। সুসম কি?’ জিজ্ঞেস করা হলে বললেন| ‘সমানভাবে-‘। আল্লাহ ন্যায়ের মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে পূর্ণ করে দেবেন। এমনকি একজন ঘােষক ঘােষণা করবে- ‘কারাে কি সম্পদের প্রয়ােজন আছে?’ একজন দাড়িয়ে বলবে- দায়িত্বশীলকে বল- মাহদী আমাকে সম্পদ দিতে | বলেছে! দায়িত্বশীল বলবে- উঠাও যা পার! আঁচল ভরে স্বর্ণ-রৌপ্য উঠাতে চাইলে লজ্জিত হয়ে বলবে- আমি নিজেকে সবার চেয়ে শক্তিশালী মনে করতাম, কিন্তু আজ এগুলাে বহন করতে অপারগ হয়ে গেছি। এ কথা বলে সবকিছু আবার
দায়িত্বশীলকে ফিরিয়ে দিতে চাইলে দায়িত্বশীল বলবে- এখানে প্রদত্ত মাল | ফেরৎ নেয়া হয় না। এভাবেই মাহদীর রাজত্ব সাত, আট বা নয় বছর পর্যন্ত থাকবে। মাহদীর পর জীবনে আর কোন কল্যাণ থাকবে না।” (আল মুসনাদ)
Reviews
There are no reviews yet.